বুড়িগঙ্গায় জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ৪১তম আসর। যেখানে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ৬৩টি নৌকা।

 

বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে প্রাণের বুড়িগঙ্গায় ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া নৌকা বাইচ প্রতিযোগিতার, ৪১তম আসর বসছে শুক্রবার।

মোট ৬টি ইভেন্টে পুরুষ ও নারী এই ২ ক্যাটাগরিতে, এবারের আসরে অংশ নিচ্ছে সোনার তরী, অগ্রদূত, ঝরের পাখি, সাইমুন, ময়ূরপঙ্খী, দ্বীপরাজ, পঙ্খিরাজ`সহ বাহারি নামের, বাহারি সাজের ৬৩টি নৌকা। তাইতো মাঝ শ্রাবণে, উত্তাল বুড়িগঙ্গায় উৎসবের অপেক্ষায়।

নৌকাবাইচ এদেশ লোকজ সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল। তাই জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতার হাত ধরে ফিরে আসুক সোনালি অতীত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর