ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নেতিবাচক কালচার থেকে বের হতে হবে : বেরোবি উপাচার্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ডক্টর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যে নেতিবাচক জায়গা তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এজন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আর এটা ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই সম্ভব।’ বুধবার ‘সংবাদ সংস্থায় জনসংযোগের কৌশল’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এই প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে। প্রশিক্ষণ সেশনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ।

বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠান সমন্বয় করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন, বাসস রংপুর ব্যুরো চীফ এম মামুন ইসলাম প্রমুখ। দুই দিনব্যাপী আয়োজিত এই সেশনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপাচার্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নেতিবাচক কালচার থেকে বের হতে হবে : বেরোবি উপাচার্য

আপডেট টাইম : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ডক্টর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যে নেতিবাচক জায়গা তৈরি হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এজন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আর এটা ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই সম্ভব।’ বুধবার ‘সংবাদ সংস্থায় জনসংযোগের কৌশল’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এই প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে। প্রশিক্ষণ সেশনের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ।

বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠান সমন্বয় করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন, বাসস রংপুর ব্যুরো চীফ এম মামুন ইসলাম প্রমুখ। দুই দিনব্যাপী আয়োজিত এই সেশনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপাচার্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নিচ্ছেন।