দেশে এখন কেউ নিরাপদ নয়, আজকে মায়ের পেটেও শিশু নিরাপদ নয় মন্তব্য করে বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, শিশু হত্যার বিচার ফাঁসি ছাড়া আর কিছু নয়। শিশু হত্যা ও নারী নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান তিনি। এ সব বিচার ৬ মাসের মধ্যে শেষ করতে ও ৯ মাসের মধ্যে সাজা ভোগ নিশ্চিতেরও দাবি জানান তিনি।
রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে বাংলাদেশ মুসলিম লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব দাবি জানান তিনি। এতে সভাপতিত্ব করেন মুসলিম লীগের সভাপতি নুরুল হক মজুমদার।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, শিশু হত্যায় পুলিশের ব্যর্থতা আর সহ্য করা হবে না। শিশু ও নারীদের রক্ষায় পুলিশ ব্যর্থ হচ্ছে। তাই শিশুদের রক্ষায় বিশেষ ফোর্স গঠন করতে হবে।
দেশে এখন স্বাধীন রাজনীতিও নেই দাবি করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি, সন্ত্রাস, খুনাখুনি, অরাজকতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, জনগণকে নিয়ে আন্দোলন করব, রাজপথে মিছিল করব; তাও করা যায় না। গুলি করে মারা হয়।
বর্তমান সরকারের ভিত্তিই গণতান্ত্রিক নয় মন্তব্য করে অধ্যাপক চৌধুরী বলেন, তারা ক্ষমতায় আসার আগে জনগণকে যেসব কথা দিয়েছিল, তা বাস্তবায়ন করতে পারেনি। কথা দিয়ে না রাখার কারণে তারা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গকারী।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বারবার বলেছিল, এটা নিয়ম রক্ষার নির্বাচন। এতে দলটির সভানেত্রীরও সম্মতি ছিল। এখন তারা বলছে ২০১৯ সালে নির্বাচন হবে।
এতে আরও বক্তব্য রাখেন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুল মোত্তালিব আকন্দ, হাসান সালাম সেলিম, মো. কুদরতুল্লাহ, এস আই ইসলাম মিলন, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আ. রব ইউসুফী, ইসলামী আন্দোলনের মহানগর আমির মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, আহসানউল্লাহ শামীম প্রমুখ নেতা।
সংবাদ শিরোনাম
শিশু হত্যার বিচার ফাঁসি ছাড়া আর কিছু নয় : বি. চৌধুরী
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
- ৫১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ