দ্বীন ইসলামঃ কিশোরগঞ্জ জেলার তাড়াইল,করিমগঞ্জ, বাজিতপুর, পাকুন্দিয়া, হোসেনপুর এর বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধানের লক্ষমাত্রা অর্জন নিয়ে হতাশায় রয়েছে কৃষি বিভাগ।
ইতোমধ্যে বিভিন্ন থানায় বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি নলিন অংশে ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার ২০ হাজার ২৬৫ হেক্টর জমিতে বোনা আমন ও ৩ হাজার ২২০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হচ্ছে। গত কয়েক দিনের বন্যায় অন্তত আট হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে গেছে।
কিশোরগঞ্জের এক কৃষি কর্মকর্তা হাওর বার্তাকে জানান, গত কয়েক দিনের বন্যায় অন্তত পাঁচ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে গেছে। এতে করে লক্ষমাত্রা অর্জন নিয়ে দুশ্চিন্তায় জেলা কৃষি বিভাগ। এবারে ২০ হাজার ২৬৫ হেক্টর জমিতে বোনা আমন ও ৩ হাজার ২২০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হচ্ছে। তিনি আরো জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে পুনরায় রোপণের জন্য বিনা মূল্যে বীজ সরবারহ করা হবে।