হাওর বার্তা নিউজঃ এর আগে মার্কিন এক পুরুষ সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছিলেন। এবার কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের এক গর্ভবতী পুরুষ। হিডেন ক্রস নামের ২১ বছর বয়সী ওই পুরুষ গত ১৬ জুন দেশটির একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন।
চলতি বছরের শুরুতে গর্ভধারণ ও কন্যা সন্তান জন্মের বিষয়ে ঘোষণা দিলে বিশ্ব মিডিয়ার নজরে আসেন হিডেন। বলা হচ্ছে, ব্রিটেনে তিনিই প্রথম পুরুষ; যিনি অন্যের শুক্রাণু নিয়ে গর্ভধারণ করেন।জন্মগতভাবে নারী হলেও তিন বছর ধরে পুরুষ পরিচয় দিচ্ছেন হেডেন। হরমন চিকিৎসা নিয়ে নারী থেকে তিনি পুরুষে রুপান্তরিত হন।
কন্যা সন্তানের জন্ম দিয়ে গর্ব অনুভব হচ্ছে বলে জানান হেডেন। সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন ফেইজ।
হিডেন ক্রস বলেন, গত সেপ্টেম্বরে আরেক জনের শুক্রাণু নিয়ে তিনি গর্ভধারণ করেন। ফেসবুকের মাধ্যমে শুক্রাণু খুঁজে পান তিনি।
২০০৮ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে থমাস ব্রেইটি নামে এক পুরুষ গর্ভবতী হয়ে সন্তান জন্ম দেন। তিনি আংশিকভাবে লিঙ্গ পরিবর্তন করে সন্তান জন্মদানের কাজটি করেন। উল্লেখ্য, ব্রিটেনে লিঙ্গ পরিবর্তন করতে জন প্রতি খরচ হয় ২৯ হাজার পাউন্ড।