এমপি পদ বাতিলের বিষয়ে কোন সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি স্পিকারের কাছে পাঠানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন মন্ত্রিত্ব ও দলীয় সদস্যপদ হারানো এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তটি ভুল ছিল। নির্বাচন কমিশনের চিঠির জবাবে রোববার দুপুরে এক চিঠিতে এই দাবি করেছেন লতিফ সিদ্দিকী। জাতীয় সংসদের প্যাডে লতিফ সিদ্দিকীর স্বাক্ষরিত ওই চিঠি তার ব্যক্তিগত সহকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের কার্যালয়ে জমা দিয়ে যান। চিঠিতে লতিফ বলেছেন, আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার কল্পিত বানোয়াট ও ভিত্তিহীন যে অভিযোগ আনা হয়েছে তা আলোচনার স্বার্থে যদি ধরেও নেয়া হয় যে আমি ওই বক্তব্য দিয়েছি, তাহলেও আওয়ামী লীগ থেকে সদস্যপদ বাতিলের এখতিয়ার কেন্দ্রীয় সংসদের নেই। জনপ্রতিনিধি হিসেবে আমি বক্তব্য দিয়েছি। আওয়ামী লীগের সদস্য হিসেবে বক্তব্য দিয়েছি বলে বিবেচনার সুযোগ নেই। আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে নেয়া হয়েছে। চিঠিতে লতিফ সিদ্দিকী দাবি করেছেন, সংবিধানের ৬৬ (৪) অনুচ্ছেদ অনুসারে বিতর্ক নিষ্পত্তির বিষয়টি তার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ নয়। এই যুক্তিতে ভবিষ্যতের কথা বিবেচনা করে শুনানিতে না গিয়ে স্পিকারকে চিঠি পাঠাতে অনুরোধ করেছেন লতিফ।
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের সিদ্ধান্ত ভুল
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
- ৫৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ