হাওর বার্তা ডেস্কঃ ২৫ বছর আগে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইজরায়েল সফরে গেলেন। তিন দিনের এই সফরের গুরুত্ব অপরিসীম।
এর আগে রাষ্ট্রপতি বা বিদেশমন্ত্রীরা গেলেও, ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের বিবাদের কথা মাথায় রেখে, কোনও প্রধানমন্ত্রীই ইজরায়েল সফরে যাননি। এই কাজটি ভারতের কোনও প্রধানমন্ত্রী করেননি, সেই কাজ করলেন মোদী।
এই সফরের ১০টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন:-
১: ১৯৯২ সালে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভারত। তার আগে প্যালেস্তাইনের দাবিকে
সমর্থন করে জওহরলাল নেহরুর আদর্শগত কারণে ভারত ইজরায়েলকে এড়িয়ে যায়।
২: নরেন্দ্র মোদীকে প্রায় ‘রেড কার্পেট’ পেতে স্বাগত জানাচ্ছে ইজরায়েল। যাবতীয় প্রোটোকল ভেঙে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সফরের পুরোটা সময় মোদীর সঙ্গে থাকবেন।
৩: ইজরায়েল এই সম্মান সাধারণত মার্কিন প্রেসিডেন্ট বা পোপের সফরের সময় দিয়ে থাকে।
৪: তবে প্রণব মুখোপাধ্যায় যেমন কূটনৈতিক ভারসাম্য রাখার জন্য প্যালেস্তাইন ও ইজরায়েল- দু’দেশেই গিয়েছিলেন, তেমনটা করছেন না মোদী।
৫: মোদী এ যাত্রায় প্যালেস্তাইন সফরে না যাওয়ার জন্য তাঁর বিদেশনীতির সমালোচনা করেছে কংগ্রেস।
৬: কোনও প্রধানমন্ত্রী ইজরায়েল সফরে না গেলেও, ভারত অস্ত্রশস্ত্রের কারণে ইজরায়েলের উপরে বহু বছর ধরে নির্ভরশীল।
৭: চিন ও পাকিস্তানকে মোকাবিলা করার জন্য ইজরায়েলের অস্ত্রের উপর অনেকটাই নির্ভর করতে হয় ভারতকে।
৮: মোদীর সফরে নিরাপত্তা, কৃষি, জল, বিদ্যুত্ নিয়ে বিভিন্ন চুক্তির সম্ভাবনা রয়েছে।
৯: ইজরায়েলে বসবাসকারী ভারতীয় ইহুদিদের একটি সম্মেলনেও ভাষণ দেবেন মোদী।
১০: ২০০০ সালে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিদেশমন্ত্রী যশবন্ত সিংহ প্রথম ভারতীয় বিদেশমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করেন।-এবেলা