নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ সুস্থ রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিন।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় স্টকহোমে  সিটি কনফারেন্স সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন,‘আমরা চাই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক। আমরা চাই, তারা (বিএনপি) পুনরায় নির্বাচন থেকে সরে যাওয়ার মতো ভুল না করুক। বরং আমরা চাই, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করবে এবং জনগণ বিচার করবে কারা ক্ষমতায় আসবে। খালেদা জিয়া দেশের কোনও উন্নয়নে স্বস্তিবোধ করেন না এবং তিনি সর্বদা দেশের ধ্বংস দেখতে চান, উন্নয়ন নয়।’

বাংলাদেশ খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে খালেদা জিয়ার এই মন্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে না, বরং যারা এতিমের অর্থ আত্মসাৎ করেছে, ও যারা মামলার মুখোমুখি হতে ভয় পায় এবং দেড়শ বার রিট দাখিল সত্ত্বেও উচ্চ আদালতে মামলায় হেরেছে, তাদেরই দুর্দিন যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ যখন ভালো থাকেন বিএনপি নেতা তখন স্বস্তি অনুভব করেন না। তারা স্বস্তি অনুভব করেন যখন তারা লোকদের হত্যা করেন এবং দেশের সম্পদ ধ্বংস করেন। যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবন খুলে জনসাধারণের অর্থ লুট করেছে এবং অবাধে দুর্নীতি করেছে। খালেদা জিয়া শুধু লুট ও কমিশন নেওয়া জানে এবং তারা কেবলমাত্র জানে কিভাবে সম্পদ ধ্বংস করতে হয়।’

শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি জনগণের সামনে বিএনপি’র সন্ত্রাসী কার্যক্রম তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জনগণকে অবহিত করতে হবে যে, বিএনপি একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন এবং তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। জনগণের সামনে তাদের চরিত্রকে উন্মোচিত করতে হবে।’

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর