ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেনে তিন বঙ্গকন্যার বিজয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  বৃটিশ পার্লামেন্টের নির্বাচনে তিন বঙ্গকন্যার বিজয়ে জাতীয় সংসদে অভিনন্দন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে এবিষয়ে অনির্ধারিত আলোচনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেছেন, তাদের বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বৃটিশ পার্লামেন্টে বিজয়ী তিন বাঙ্গালি কন্যাকে অভিনন্দন জানিয়ে বলেন, পনের হাজারেরও বেশি ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি টিউলিপ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। টিউলিপের একাগ্রতা, কর্তব্য নিষ্ঠা ও ন্যায় পরায়ণতার কারণে এটা সম্ভব হয়েছে। এক্ষেত্রে পরিবারের শিক্ষা ও অনুপ্রেরণা কাজ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বৃটিশরা ২০০ বছর আমাদেরকে শাসন-শোষন করেছে। এখন সেখানে বাঙ্গালিরা নেতৃত্ব দিচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনার সুযোগ্য কন্যা টিউলিপ অসাধারণ সাহস ও যোগ্যতা দিয়ে দুই দফা বৃটিশ পার্লামেন্টে বিজয়ী হয়েছে। তার সঙ্গে আরো দু’জন রুশনারা ও রুপা হক বিজয়ী হয়েছেন। এটা আমাদের ও বাঙ্গালি জাতির জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, বৃটিশরা কিভাবে একজন যোগ্য ও যুক্তিবাদী প্রার্থীকে বেছে নেয় তা আমরা জানি। টিউলিপ সিদ্দিকী তার কাজের মধ্য দিয়ে বৃটেনের মানুষের মন জয় করতে পেরেছেন। কাউন্সিলা থেকে আজ সে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে টিউলিপ আমাদের গৌররান্বিত করেছে। এ বিজয়ে টিউলিপসহ তিনজনকে অভিনন্দন জানাই।

দেশের ৭০ শতাংশ জনগন যুব সমাজের পক্ষ থেকে তিন বাঙ্গালি কন্যা ও ক্রিকেট দলকে অভিনন্দন জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসারী টিউলিপ সিদ্দিকী দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে এই বিজয়, তারণ্যের বিজয়। বাংলাদেশের জনগণের বিজয়। তিনি বলেন, আমাদের প্রগতিশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। যারা সারাবিশ্বে নেতৃত্ব দিবে। এসময় প্রতিমন্ত্রী ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ান ট্রফিতে আগামী ১৫ জুন সেমিনালে বাংলাদেশ ক্রিকেট দশ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতি শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। তারা দেশে দেশে নেতৃত্ব দিচ্ছে। আমাদের কন্যারা মাথা উচু করে দাড়াচ্ছে। তিনি আরো বলেন, বৃটিশরা আমাদের ২০০ বছর পদদলিত করেছে। আর এখন তাদের নেতৃত্বে বাঙ্গালি কন্যারা। এটা অত্যান্ত গর্বের।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান রয়েছে দাবি করে তিনি বলেন, তার আদর্শে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর দুই সন্তানও দেশে বিশেষ অবদান রাখছে। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রুপকার। কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অবহেলিত অটিষ্টিক শিশুদের নিয়ে দেশে বিদেশে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ থেকে সকলকে শিক্ষা নেয়ার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে গত ৮ জুন অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিন বাঙ্গালি কন্যা বিজয়ী হন। এরমধ্যে রুশনারা আলী তৃতীয়বারের মতো এবং টিউলিপ সিদ্দিকী ও রূপা হক দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

এদিকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আব্দুল মান্নানসহ অন্যান্য এমপিরা বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত কি বাঙ্গালি কন্যা ও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। তারা এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হয়েছে বলে দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বৃটেনে তিন বঙ্গকন্যার বিজয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে অভিনন্দন

আপডেট টাইম : ০৪:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  বৃটিশ পার্লামেন্টের নির্বাচনে তিন বঙ্গকন্যার বিজয়ে জাতীয় সংসদে অভিনন্দন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে এবিষয়ে অনির্ধারিত আলোচনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেছেন, তাদের বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বৃটিশ পার্লামেন্টে বিজয়ী তিন বাঙ্গালি কন্যাকে অভিনন্দন জানিয়ে বলেন, পনের হাজারেরও বেশি ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্নি টিউলিপ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। টিউলিপের একাগ্রতা, কর্তব্য নিষ্ঠা ও ন্যায় পরায়ণতার কারণে এটা সম্ভব হয়েছে। এক্ষেত্রে পরিবারের শিক্ষা ও অনুপ্রেরণা কাজ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বৃটিশরা ২০০ বছর আমাদেরকে শাসন-শোষন করেছে। এখন সেখানে বাঙ্গালিরা নেতৃত্ব দিচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহেনার সুযোগ্য কন্যা টিউলিপ অসাধারণ সাহস ও যোগ্যতা দিয়ে দুই দফা বৃটিশ পার্লামেন্টে বিজয়ী হয়েছে। তার সঙ্গে আরো দু’জন রুশনারা ও রুপা হক বিজয়ী হয়েছেন। এটা আমাদের ও বাঙ্গালি জাতির জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, বৃটিশরা কিভাবে একজন যোগ্য ও যুক্তিবাদী প্রার্থীকে বেছে নেয় তা আমরা জানি। টিউলিপ সিদ্দিকী তার কাজের মধ্য দিয়ে বৃটেনের মানুষের মন জয় করতে পেরেছেন। কাউন্সিলা থেকে আজ সে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে টিউলিপ আমাদের গৌররান্বিত করেছে। এ বিজয়ে টিউলিপসহ তিনজনকে অভিনন্দন জানাই।

দেশের ৭০ শতাংশ জনগন যুব সমাজের পক্ষ থেকে তিন বাঙ্গালি কন্যা ও ক্রিকেট দলকে অভিনন্দন জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসারী টিউলিপ সিদ্দিকী দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে এই বিজয়, তারণ্যের বিজয়। বাংলাদেশের জনগণের বিজয়। তিনি বলেন, আমাদের প্রগতিশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। যারা সারাবিশ্বে নেতৃত্ব দিবে। এসময় প্রতিমন্ত্রী ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ান ট্রফিতে আগামী ১৫ জুন সেমিনালে বাংলাদেশ ক্রিকেট দশ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতি শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। তারা দেশে দেশে নেতৃত্ব দিচ্ছে। আমাদের কন্যারা মাথা উচু করে দাড়াচ্ছে। তিনি আরো বলেন, বৃটিশরা আমাদের ২০০ বছর পদদলিত করেছে। আর এখন তাদের নেতৃত্বে বাঙ্গালি কন্যারা। এটা অত্যান্ত গর্বের।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান রয়েছে দাবি করে তিনি বলেন, তার আদর্শে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। প্রধানমন্ত্রীর দুই সন্তানও দেশে বিশেষ অবদান রাখছে। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রুপকার। কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অবহেলিত অটিষ্টিক শিশুদের নিয়ে দেশে বিদেশে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ থেকে সকলকে শিক্ষা নেয়ার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে গত ৮ জুন অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিন বাঙ্গালি কন্যা বিজয়ী হন। এরমধ্যে রুশনারা আলী তৃতীয়বারের মতো এবং টিউলিপ সিদ্দিকী ও রূপা হক দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

এদিকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আব্দুল মান্নানসহ অন্যান্য এমপিরা বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত কি বাঙ্গালি কন্যা ও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। তারা এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হয়েছে বলে দাবি করেন।