আগামী ২৫শে জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

হাওর বার্তা ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫শে জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় ২০১৮ সালের ১লা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। কমিশনের অফিস থেকে জানানো হয়, আগামী ২৫শে জুলাই থেকে ৯ই অগাস্ট পর্যন্ত সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের সূচি প্রস্তাব করা হয়েছে। হালনাগাদে যোগ হওয়া নতুন ভোটাররাও একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে আগামী বছর ৩১শে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর