শিশুদের জন্য একটি শিক্ষামূলক কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। এই কর্মসূচির আওতায় তাদের ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সম্প্রতি একটি ব্লগ পোস্টে এমনটিই জানিয়েছে গুগল। কর্তৃপক্ষ এই প্রোগ্রামের নাম দিয়েছে বি ইন্টারনেট অসাম। এতে নির্দিষ্ট একটি পাঠ্যসূচি থাকবে এবং সঙ্গে থাকবে ইন্টারল্যান্ড নামের একটি ভিডিও গেম।
এ বিষয়ে গুগলের পরিবার ও শিশু ইঞ্জিনিয়ারিংয়ের সহ-সভাপতি পাভনি দিওয়ানজি এক ব্লগ পোস্টে লেখেন, শিশুরা যেন অনলাইনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেজন্য তাদের কিছু দিক-নির্দেশনা সরবরাহ করা প্রয়োজন। স্কুলের বাইরে এবং বিভিন্ন ছুটিতে শিশুরা ইন্টারনেটে অনেক সময় ব্যয় করে। তাদের এ বিষয়ে সচেতন করার এটাই উৎকৃষ্ট সময়।
প্রকৃতপক্ষে গুগলের এই প্রোগ্রামে শিশুদের শেখানো হবে অনলাইন স্ক্যাম, যৌন হয়রানি এবং অন্যান্য সমস্যা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। এতে ৮ থেকে ১২ বছরের শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেননা বর্তমান সময়ে বাচ্চারা তাদের স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। আর অনলাইনে বিভিন্ন সময় নানা ধরনের হয়রানির শিকার হতে হয় শিশুদের। ফলে ইন্টারনেট ব্যবহারকে মজার করে তুলতে গুগল এবং এর অংশীদাররা মিলে এ কাজটি চালু করতে যাচ্ছে।
সংবাদ শিরোনাম
শিশুদের নিরাপদ রাখতে গুগলের কর্মসূচি
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
- ৩৩৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ