২৫ বছর আগে দিলরুবা খানের কণ্ঠে ‘পাগল মন’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়। বলা যায়, তার ক্যারিয়ারের সবগানের মধ্যে এ গানটিও বড় একটি মাইলফলক। ২৫ বছর পর আবারো এ গানটি এই সময়ের শ্রোতাদের জন্য নতুন আঙ্গিকে গাইলেন এই শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
গানটি নিয়ে ডিজে রাহাত বলেন, এ গানটি দিলরুবা আপু আগের মতই সুন্দর করে গেয়েছেন। আমি আর্ন্তজাতিকভাবে সব শ্রোতাদের জন্য নতুন আয়োজনে একদম আগের আবহে সংগীতায়োজন করেছি। আশা করি, শ্রোতারা এটি পছন্দ করবেন।
দিলরুবা খান বলেন, ‘আমার বিশ্বাস এ গানটি আবারো শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে যাবে। আমি আমার মতো করে গেয়েছি এবং সেটা আরো সুন্দর করে সংগীতায়োজন করেছেন রাহাত। তার জন্য আমার দোয়া রইলো। এই প্রজন্মের শ্রোতাদের কাছেও আমি সমান জনপ্রিয় শিল্পী হয়ে বেঁচে থাকতে চাই।’
জানা যায়, ৩১ জুলাই থেকে এটি আর্ন্তজাতিকভাবে ও আগস্টে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে।