ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীর নয়, এ বাজেট শেখ হাসিনার: খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • ২৬২ বার

২০১৭-১৮ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগের বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এ বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার। এই বাজেট লুটপাটের বাজেট।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এটি নিজেদের পকেট ভারি করতে এই বাজেট। এই বাজেট অর্থমন্ত্রী তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথা মতো তৈরি করা হয়েছে। বাজেটের কী দরকার? প্রত্যেক বারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়।

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, অর্থমন্ত্রী নিজেও বাজেটে কিছু করতে পারেন না। বাজেটও তৈরি হয় হাসিনার কথা মতো। কাজেই হাসিনা যা চান, বাজেট তাই।

বাজেটের অঙ্ক নিয়ে তিনি বলেন, এই বাজেট কি আর বাজেট থাকবে না কি? পরে দেখবেন, এটা একটা প্রকল্প, যে প্রকল্পে এখন আছে অন্তত ১০ হাজার কি ২০ হাজার কোটি টাকা। সেটা দেখবেন ৩০ হাজার কোটি টাকা করেছে। আবার বাড়াবে, ৪০ হাজার কোটি টাকা হবে। এভাবে বাড়তে থাকে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বলেন, চালের দাম এত বেশি যে গরিব মানুষ খেতে পারছে না, কাজেই গ্যাসের দাম বাড়ানো বন্ধ রাখুন। লুটপাট বন্ধ করে দেশের মানুষের দিকে একটু তাকান।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও কক্সবাজারে কোনো রিলিফ যায় নাই, কেউ যায়নি তাদেরকে (দুর্গত) দেখার জন্য। বিদেশি মিডিয়া থেকে বলছে এসব কথা।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ যে মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, অত্যাচারী, খুনি, গুম সরকার- এটা পরিষ্কার। তাদের হাতে দেশের মানুষের জীবন-সম্পদ এবং দেশ কোনটাই নিরাপদ নয়।

বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা। সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারকে বিদায় নিতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সম্পাদক মাহবুবউদ্দিন খোকনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, এজেডএম জাহিদ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, মীর মো. নাসির, এ জে মোহাম্মদ আলী, আবদুস সালাম, নাজমুল হক নান্নু, আফজাল এইচ খান, ফজলুল হক মিলন, গরীবে নেওয়াজ, তৈমুর আলম খন্দকার, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, শাহ খসরুজ্জামান, রুহুল কুদ্দুস কাজল, এসএম কামালউদ্দিন, ফাহিমা নাসরিন মুন্নী, বোরহানউদ্দিন, খোরশেদ আলম, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক, মুক্তার কবির খান, আজিজুল হক বাচ্চু, সাখাওয়াত হোসেন খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অর্থমন্ত্রীর নয়, এ বাজেট শেখ হাসিনার: খালেদা

আপডেট টাইম : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

২০১৭-১৮ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগের বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এ বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার। এই বাজেট লুটপাটের বাজেট।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এটি নিজেদের পকেট ভারি করতে এই বাজেট। এই বাজেট অর্থমন্ত্রী তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথা মতো তৈরি করা হয়েছে। বাজেটের কী দরকার? প্রত্যেক বারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়।

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, অর্থমন্ত্রী নিজেও বাজেটে কিছু করতে পারেন না। বাজেটও তৈরি হয় হাসিনার কথা মতো। কাজেই হাসিনা যা চান, বাজেট তাই।

বাজেটের অঙ্ক নিয়ে তিনি বলেন, এই বাজেট কি আর বাজেট থাকবে না কি? পরে দেখবেন, এটা একটা প্রকল্প, যে প্রকল্পে এখন আছে অন্তত ১০ হাজার কি ২০ হাজার কোটি টাকা। সেটা দেখবেন ৩০ হাজার কোটি টাকা করেছে। আবার বাড়াবে, ৪০ হাজার কোটি টাকা হবে। এভাবে বাড়তে থাকে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বলেন, চালের দাম এত বেশি যে গরিব মানুষ খেতে পারছে না, কাজেই গ্যাসের দাম বাড়ানো বন্ধ রাখুন। লুটপাট বন্ধ করে দেশের মানুষের দিকে একটু তাকান।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও কক্সবাজারে কোনো রিলিফ যায় নাই, কেউ যায়নি তাদেরকে (দুর্গত) দেখার জন্য। বিদেশি মিডিয়া থেকে বলছে এসব কথা।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ যে মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, অত্যাচারী, খুনি, গুম সরকার- এটা পরিষ্কার। তাদের হাতে দেশের মানুষের জীবন-সম্পদ এবং দেশ কোনটাই নিরাপদ নয়।

বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা। সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারকে বিদায় নিতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সম্পাদক মাহবুবউদ্দিন খোকনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, এজেডএম জাহিদ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, মীর মো. নাসির, এ জে মোহাম্মদ আলী, আবদুস সালাম, নাজমুল হক নান্নু, আফজাল এইচ খান, ফজলুল হক মিলন, গরীবে নেওয়াজ, তৈমুর আলম খন্দকার, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, শাহ খসরুজ্জামান, রুহুল কুদ্দুস কাজল, এসএম কামালউদ্দিন, ফাহিমা নাসরিন মুন্নী, বোরহানউদ্দিন, খোরশেদ আলম, ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, ওমর ফারুক, মুক্তার কবির খান, আজিজুল হক বাচ্চু, সাখাওয়াত হোসেন খান প্রমুখ।