১.২৪ মিনিটের টিজার। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনয় করেছেন। এই জুটির অভিনয় দুর্দান্ত বলে মত দিয়েছেন দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা বলেন বরাবরের মতই শাকিব-অপু জুটি দুর্দান্ত।
বলছিলাম আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজনীতি’ ছবির কথা। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি।
এর আগে রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির প্রমোশনে এসেছিলেন অপু বিশ্বাস। সেখানে তিনি বলেন, অনেক দিন পর আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি, আপনারা হলে গিয়ে এই ছবি দেখে আমাকে উত্সাহিত করবেন। আমি সব সময়ই আপনাদের সঙ্গে থাকতে চাই।
শাকিব খান এবং অপু বিশ্বাস ছাড়াও এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, অমিত হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।
২৯ মে ইউটিউবে রাজনীতি ছবিটির অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। টিজারটি নিচে ধেয়া হলো…