জার্মানির নর্থ রাইনে-ওয়েস্টফালিয়া রাজ্যের নির্বাচনে বড় জয় পেয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের দল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন। ওই রাজ্যটি মাঝে ৫ বছর বাদ দিয়ে এতদিন মধ্য-বামপন্থি দল সোশাল ডেমোক্রেটদের দখলে ছিল ১৯৬৬ সাল থেকে। সোশাল ডেমোক্রেট নেতা মার্টিন শুলজের অধীনে ছিল এ রাজ্য। কিন্তু তাদেরকে হটিয়ে দিয়েছে মারকেলের খ্রিস্টান ডেমোক্রেটরা। আগামী সেপ্টেম্বরে জার্মানিতে জাতীয় নির্বাচন। তার আগে মারকেলের দলের এ বিজয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এতে জাতীয় নির্বাচনে তার প্রতি চ্যালেঞ্জা জানাবে যে সোশাল ডেমোক্রেটরা তারা বড় ধরনের হোঁচট খাবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, জার্মানিতে সবচেয়ে বেশি জনবহুল রাজ্য হলো পশ্চিমের নর্থ রাইনে-ওয়েস্টফালিয়া রাজ্য। এটা হলো সোশাল ডেমোক্রেট নেতা মার্টিন শুলজের রাজ্য। আগামী ২৪ শে সেপ্টেম্বর জার্মানিতে জাতীয় নির্বাচন। এতে চতুর্থবারের জন্য নির্বাচন করতে যাচ্ছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোশাল ডেমোক্রেটরা। এর আগে দুটি রাজ্যে নির্বাচনে পরাজিত হয়েছে মার্টিন শুলজের দল। তারপর তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেক্ষেত্রে মারকেলের কাছে তিনি বড় ধাক্কা খেলেন। রাজ্যের নির্বাচনে খ্রিস্টান ডেমোক্রেটিক পেয়েছে শতকরা ৩৩ ভাগ ভোট। আর সোশাল ডেমোক্রেটরা পেয়েছে শতকরা ৩১.২ ভাগ ভোট। তবে এতে ভেঙে পড়েন নি মার্টিন শুলজ। তিনি বলেছেন, আমরা লড়াই চালিয়েই যাবো। মূল ফল দেখা যাবে ২৪ শে সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনে।
সংবাদ শিরোনাম
জার্মানিতে গুরুত্বপূর্ণ জয় পেল মারকেলের দল
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
- ২৮০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ