খালেদার ভিশনে আ.লীগের সঙ্গে একমত নন মুহিত

রাষ্ট্র পরিচালনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ‘ভিশন-২০৩০’ কে আওয়ামী লীগ নকল, ফাঁকা প্রতিশ্রুতির ফাপানো রঙিন বেলুন ও যুদ্ধাপরাধী, সন্ত্রাসবাদ রক্ষার ভিশন বলে মন্তব্য করেছেন ওবায়দুল।

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এটিকে অবাস্তব বলেছেন। কিন্তু আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মুহিত বলেছেন, তার চিন্তায় ‘ভিশন-২০৩০’ দেশের জন্য ভালো। তিনি মন্তব্য বলেছেন, ‘ইয়েস, আই থিঙ্ক দিস (ভিশন ২০৩০) ইজ গুড। এটা তো দেশের জন্য ভাল। ইউ হ্যাভ এ প্রজেকশন বাই এ ইম্পরটেন্ট পলিটিক্যাল পার্টি।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর বিপরীতে খালেদা জিয়া বুধবার উত্থাপন করেন ভিশন ২০৩০। এতে দুই শতাধিক অঙ্গীকার রয়েছে। রয়েছে সংসদীয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, উচ্চ আদালতের বিচারক নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনসহ নানা কথাও।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর