গ্রাম অঞ্চলের বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার জন্য পুরাতন জলাধার সংরক্ষণ করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, গ্রামঞ্চলে শুস্ক মৌসুমে নিরাপদ পানি নিশ্চিত করতে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। সেগুলো বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। বর্তমানে আমাদের দেশের পানির স্তর ১০ ফুট নিচে নেমে গেছে। এ কারণে পানি সংকটের আশঙ্কা করা হচ্ছে। এজন্য পুরাতন জলাধারগুলো সংরক্ষণ করা নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বিকালের অধিবেশনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সচিব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে ইউনিয়ন পরিষদের কাজের গতিশীলতা ও সেবার মানোন্নয়নের জন্য হিসাব সহকারী একটি এবং গ্রাম আদালতের জন্য পেশকারের একটি পদ সৃজন করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ১৬টি প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসকরা।
মন্ত্রী বলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবন দীর্ঘ দিনের পুরাতন এবং বসবাসের অনুপযোগী। কোন কোন উপজেলায় এখনো বাসভবন নির্মাণ করা হয়নি। সে গুলোতে ভবন নির্মাণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, গ্রাম পুলিশের বেতন-ভাতা অপর্যাপ্ত। তাদের আরো দক্ষতার সঙ্গে কাজে লাগানোর জন্য উপযুক্তপ্রশিক্ষণের ব্যবস্থা এবং বেতন ভাতা বৃদ্ধি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তাদের বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব আমরা গ্রহণ করেছি।
তিনি বলেন, জেলা পরিষদের সমসংখ্যক জনবল বিদ্যমান। জেলার আয়তন ও গুরুত্ব অনুযায়ী পদ সৃষ্টি এং অর্গানোগ্রাম সংশোধন করার হবে। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি।
তিনি আরো বলেন, জন্ম থেকে মৃত্যু- সব বিষয় নিয়ে এ মন্ত্রণালয়ের কাজ করতে হয়। বেওয়ারিশ লাশ দাফনের জন্য বর্তমান বরাদ্দ জনপ্রতি ৬৫০টা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছি। এটি নিয়ে আলোচনা হয়েছে।