ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) চিয়ারলিডারদের হোটেলে গভীর রাতে হাঁনা দিল পুলিশ। আইপিএলে ক্রিকেটের পাশাপাশি অতিরিক্ত বিনোদনের জন্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ থেকে চিয়ারলিডারদের ভাড়া করে আনা হয়। তবে তাদের উপসিস্থিতি নিয়ে অনেক বিতর্ক আছে। চলতি মওসুমে ভাড়া করা দলের খেলোয়াড়দের চার-ছক্কার পর কোমর দুয়িয়ে চলছেন তারা। কিন্তু সোমবার রাতে চেন্নাই সুপার কিংসের চিয়ারলিডাররা পুলিশী বিড়ম্বনায় পড়েন। পরেরদিন ছিল চেন্নাই সুপার কিংসের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জারের খেলা। রাতপ্রায় তিনটার দিকে প্রায় এক ডজন পুলিশ ও বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসার রায়পুরে এক হোটেলে গিয়ে চিয়ারলিডার্সদের জিজ্ঞাসাবাদ করে। প্রায় ঘণ্টা খানেক তাদেরকে জিজ্ঞাসাবদ করে পুলিশ। এতে বিব্রত চিয়ারলিডাররা। ওয়ারেন্ট ছাড়াই হোটেলে তল্লাসি ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে করা হয়েছে বলে অিভেযোগ করেছে চিয়ারলিডাররা। তবে আইপিএলকে ম্যাচ ফিক্সিং মুক্ত রাখার জন্য এই পুলিশী তৎপরতা বলে অনেকে মনে করছেন। এক চিয়ারকন্যার অভিযোগ করে বলেন, ‘আমাদের কাছে ওয়ার্ক পারমিট রয়েছে, আমরা বলিউডে বিভিন্ন সিনেমায় নিয়মিতই নাচে অভিনয় করি। কিন্তু এমনভাবে হেনস্থা কোথাও করা হইনি। এভাবে রাতে এসে হেনস্থা করা হাস্যকর ও অর্থহীন।’
সংবাদ শিরোনাম
গভীর রাতে চিয়ারলিডারদের হোটেলে পুলিশ
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫
- ৪৬৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ