হাওর এলাকায় ক্ষতি গ্রস্ত মানুষদের দুরাবস্হা নিজ চোখে দেখার জন্য, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা
৩০ এপ্রিল তারিখে হাওর এলাকায় আসছেন।,
চলতি মাসের শুরুতে পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের বাঁধ ভেঙে যায়। এতে এসব হাওরের লক্ষাধিক হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। এছাড়া মারা যায় কয়েক মেট্রিক টন মাছ ও হাজার হাজার হাঁস। অকাল বন্যায় নিঃস্ব হয়ে পড়ে লাখ লাখ মানুষ।
ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে দেখতে গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টারে করে তিনি দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন।হাওর বাসীর দুঃখ দুর্দশা লাঘবে মাননীয় প্রধান মন্ত্রীর ঐতিহাসিক ঘোষনা দুর্দশা গ্রস্হ মানুষের মনে আশার আলো জ্বালাবে।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই আগমনকে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জের সুযোগ্য সন্তান হাওর এলাকার মানুষের প্রিয় , করিমগঞ্জ ও তাড়াইলের নেতা,
অধ্যক্ষ আসাদুল হক স্যার।
তিনি করিমগঞ্জ ও তাড়াইলের নিচু এলাকার ধানের জমি প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্হদের বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
করিমগঞ্জ ও তাড়াইলের যে সকল কৃষক হাওর এলাকায় লিজ নিয়ে( জিরাতী) জমিতে ধান চাষ করেছিলেন তাদেরকেও যেন ক্ষতি গ্রস্হ হিসেবে ত্রাণ কার্যক্রমের আওতায় নেয়া হয় সে জন্য তিনি কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়া কৃষকদের খোঁজ নিতে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এর পাশাপাশি কৃষকদের ঋণের টাকা আদায় না করতে স্থানীয় এনজিওগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ শিরোনাম
হাওরাঞ্চল দেখতে রবিবার সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- Reporter Name
- আপডেট টাইম : ১০:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
- ২৫০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ