জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে যাননি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে তার পরিবর্তে সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসকরা যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন, সেই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী সম্মেলনে উপস্থিত হননি। তবে কী কারণে তিনি আসেননি তা জানা যায়নি।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শুরু হয় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ, স্থানীয় পর্যায়ে কর্ম সৃজন ও দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।