তত্ত্বাবধায়ক সরকার নয়, যেকোনো নামেই হোক সুষ্ঠু নির্বাচন চাই

তত্ত্বাবধায়ক সরকার নয়, যেকোনো নামেই হোক একটি নিরপক্ষে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই’ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে গুলশানে নিজের কার্যালয়ে মতবিনিময়ে এ দাবি জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমি বলবো না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যে নামেই হোক একটি নিরপক্ষে সরকারের অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন চাই।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি।
খালেদা জিয়া বলেন, গত তিনটি সিটি নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জানে, ক্ষমতা থেকে গেলে সহসাই ক্ষমতায় আসতে পারবে না। মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই নির্বাচন দিতে চায় না।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর