ফেইসবুক ব্যবহার করে কিভাবে সাংবাদিকতা করতে হয় তা শেখাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আর এজন্য সাংবাদিকতার অলাভজনক স্কুল পয়েন্টার ইন্সটিটিউটের সঙ্গে একটি অংশীদারিত্ব করেছে ফেইসবুক ।
এখানে তিন-কোর্স কারিকুলামে বিনামূল্যে ট্রেনিং দেয়া হবে। এক একটি কোর্স ১০ মিনিট সময়ের এবং ৪৫ মিনিটের একটি পরীক্ষার মাধ্যমে এই কোর্স শেষ হবে।
এই কোর্সের মাধ্যমে প্রতিবেদক সংবাদ শেয়ার দেয়ার বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে। ফলে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়া প্রতিহত করা যাবে বলে আশা করছে ফেইসবুক।
তবে এই সার্টিফিকেট কোর্সটি সাংবাদিকদের এই প্ল্যাটফর্মে তাদের দক্ষতা উন্নত করতে কতটা সহায়তা করবে তা নিশ্চিত নয়। কিন্তু কোর্সটি যেহেতু বিনামূল্যে করা যায়, তাই চেষ্টা করে দেখতে পারেন।
রেজিস্ট্রশন করতে নিচের লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/business/e/courses/journalists