ভুলত্রুটি শুধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হবে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির টসের সময় নিজের অবসরের ঘোষণা দেন মাশরাফি। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেট খেলবেন মাশরাফি। যতদিন ফিট থাকবেন ততদিন ওয়ানডে ক্রিকেট খেলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল এক্সপ্রেস।

সফল শ্রীলঙ্কা সফর শেষে শুক্রবার সকাল সাড়ে এগারটায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে গণমাধ্যমকে মাশরাফি বলেন,‘দেশের হয়ে খেলতে পেরে গর্বিত। যতদিন ফিট থাকব ততদিন ওয়ানডে ক্রিকেট খেলে যাব।’

মাশরাফি বিন মুর্তজার পরবর্তী অ্যাসাইনমেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডের অধিনায় মাশরাফির চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাইতো দেশে ফিরেই মাশরাফি বললেন, ‘ভুলত্রুটি শুধরে আমাদেরকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হবে। আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানে জয় পায় বাংলাদেশ। জয় দিয়ে দলপতি মাশরাফি বিন মুর্তজার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ রাঙিয়ে তুলে সাকিব, মুস্তাফিজরা। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আট টি-টোয়েন্টিতে জয় ছিল না বাংলাদেশের। জয়ের চ্যালেঞ্জ নিয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন মাশরাফি, টিম বাংলাদেশ। লঙ্কাকে হারিয়ে সেই চ্যালেঞ্জ জিতে নেয় বাংলাদেশ। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশকে উৎসবের উপলক্ষ্য করে দেন নড়াইল এক্সপ্রেস। সর্বোচ্চ ১০ জয় নিয়ে সিংহাসনে থেকেই অবসরে গেছেন মাশরাফি।

টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে মাশরাফি বলেন,‘বাংলাদেশের হয়ে দশ বছর টি-টোয়েন্টি খেলেছি। কোনো অতৃপ্তি নেই। আমি অবশ্যই গর্ববোধ করছি। আমার পরিবার এবং আশেপাশে যারা আছেন বন্ধুবান্ধবসহ সবারই গর্ববোধ করা উচিত। এখনও ওয়ানডে খেলছি এবং বেঁচে থাকলে মাঠে দেখা যাবে। মজা হবে ওখানে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর