আমি চাই মাশরাফি অবসর নিক!! শুধু টি-টোয়েন্টি থেকে না,ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট থেকেও!! কারণ হয়তো মাশরাফির রিপ্লেসমেন্ট আসবে!!হয়তো অন্য কেও মাশরাফির মতো বা তার থেকেও ভালো খেলবে!!হয়তো নতুন ক্যাপ্টেন কে নিয়েও দেশ আহ্লাদিত হবে,আনন্দিত হবে!!
কিন্তু এটা তো কোনো হয়তো নেই যে,মাশরাফির পায়ের অবস্থা ভালো না!!এটা তো নিশ্চিত যে ওর পা’ দুটোর সিরিয়াস কোনো ক্ষতি হয়ে গেলে তার রিপ্লেসমেন্ট আসবেনা!!
আমার ধারণা মাশরাফির পরিবারও চাননা ও আর বেশিদিন খেলুক!!মাশরাফি অন্যের
ছেলে,তবুও যখন ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে,ফিল্ডিং করতে গিয়ে যখন পড়ে যায়,তখন আমার কলিজাটা ছিড়ে যায়,কান্না আটকাতে পারিনা!!ঠিক তেমন কষ্ট হয় যেমন আমার ছেলেদুটো ব্যাথা পেলে হয়!! না জানি ওর মা,স্ত্রী কত টেনশন করে,কত কষ্ট পায়!!
এই দেশে মানুষ বেশিদিন কারো অবদান মনে রাখতে পারেনা!!ওর বীরত্বের কাহিনীও স্বাভাবিকভাবেই ম্লান হয়ে যাবে একদিন!!তাই মাশরাফির উচিত এখনই অবসর নেয়া!!খেলতে খেলতে পঙ্গু হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করা উচিত না!!
এদেশে অনেক শিল্পী,গুণী মানুষ ক্যারিয়ার শেষ হবার পর অসুস্থ হয়ে অনাদরে অবহেলায় দিন কাটান!!আমরা তাদেরকে উঁকি দিয়েও দেখিনা!!প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা কাওকেই মনে রাখিনা!!
এই কথা লিখে রাখতে পারেন যে মাশরাফির প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা তাকেও মনে রাখবোনা!! তাই আমাদের জন্য ওর উচিত হবে না নিজেকে ফুরিয়ে দেয়া!!
মাশরাফি একজন বীর!!বীরের মতো সিনাটান করে বিদায় নিক মাঠ থেকে,কারো কাঁধে ভর দিয়ে না!! খোদার কসম মাশরাফি,তোমার খুঁড়িয়ে হাঁটা সহ্য হয়না……।
লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত