ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন: সিমলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৩৬৫ বার

ঙ্গলবার ছিল গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএফডিসিতে পরিচালক সমিতির উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এসেছিলেন চিত্রনায়িকা সিমলাও। শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। সোমবার স্মরণসভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সিমলা বলেন, আমি খোকন ভাইয়ের হাত ধরেই চলচ্চিত্রে এসেছি। তিনি আমার গুরু ছিলেন। চলচ্চিত্রে কাজের উপযোগী করে খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন। বড় ভাইয়ের মতো সম্মান করেছি তাকে। যখনই সিদ্ধান্তহীনতায় ভুগতাম সরাসরি ফোন দিয়েছি। পরামর্শ নিয়েছি। আমি ওনার কথা কি বলব আর। বললে কথা শেষ হবে না।-এই বলে চোখ মুছতে শুরু করেন তিনি। এবং সকলে যখন শহীদুল ইসলাম খোকনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ঠিক তখনই কাঁদতে কাঁদতে চলে যান এই অভিনেত্রী। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের উপস্থাপনায় ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের চলার সাথী মাসুম পারভেজ রুবেল, সোহানুর রহমান সোহান, এ জে রানা, ছটকু আহমেদ, অমিত হাসান, হাসান ইমাম, জাকির হোসেন রাজু, ওমর সানীসহ অনেকে। চিত্রনায়ক রুবেল বলেন, আমার বড় ভাই প্রযোজক হিসেবে ছবিতে সুযোগ দিয়েছিলেন কিন্তু পর্দায় রুবেল হিসেবে আমার আলাদা ইমেজ তৈরি করেছেন খোকন। আমি আর খোকন ছিলাম বন্ধু, আজকের এই নায়ক রুবেলের জন্ম হতো না যদি পাশে একজন শহীদুল ইসলাম খোকন না থাকতেন। কাজের মধ্য দিয়ে ওনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও গুণী এই চলচ্চিত্রকারের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ৪ঠা এপ্রিল ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন: সিমলা

আপডেট টাইম : ১২:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭

ঙ্গলবার ছিল গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএফডিসিতে পরিচালক সমিতির উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এসেছিলেন চিত্রনায়িকা সিমলাও। শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। সোমবার স্মরণসভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সিমলা বলেন, আমি খোকন ভাইয়ের হাত ধরেই চলচ্চিত্রে এসেছি। তিনি আমার গুরু ছিলেন। চলচ্চিত্রে কাজের উপযোগী করে খোকন ভাই আমাকে নায়িকা তৈরি করেছিলেন। বড় ভাইয়ের মতো সম্মান করেছি তাকে। যখনই সিদ্ধান্তহীনতায় ভুগতাম সরাসরি ফোন দিয়েছি। পরামর্শ নিয়েছি। আমি ওনার কথা কি বলব আর। বললে কথা শেষ হবে না।-এই বলে চোখ মুছতে শুরু করেন তিনি। এবং সকলে যখন শহীদুল ইসলাম খোকনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন ঠিক তখনই কাঁদতে কাঁদতে চলে যান এই অভিনেত্রী। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের উপস্থাপনায় ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় বক্তব্য রাখেন তার দীর্ঘদিনের চলার সাথী মাসুম পারভেজ রুবেল, সোহানুর রহমান সোহান, এ জে রানা, ছটকু আহমেদ, অমিত হাসান, হাসান ইমাম, জাকির হোসেন রাজু, ওমর সানীসহ অনেকে। চিত্রনায়ক রুবেল বলেন, আমার বড় ভাই প্রযোজক হিসেবে ছবিতে সুযোগ দিয়েছিলেন কিন্তু পর্দায় রুবেল হিসেবে আমার আলাদা ইমেজ তৈরি করেছেন খোকন। আমি আর খোকন ছিলাম বন্ধু, আজকের এই নায়ক রুবেলের জন্ম হতো না যদি পাশে একজন শহীদুল ইসলাম খোকন না থাকতেন। কাজের মধ্য দিয়ে ওনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও গুণী এই চলচ্চিত্রকারের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ৪ঠা এপ্রিল ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।