জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজ আপ তারকা সালমা বেসরকারি একটি টেলিভিশনের ওপর ক্ষুব্ধ হয়েছেন। সালমার অভিযোগ তাকে না জানিয়েই একটি লাইভ শো’র পোস্টার প্রকাশ করে টেলিভিশনটি। ওই পোস্টারে সালমার ক্ষুব্ধ হবার অবশ্য আরো কারণ রয়েছে কেননা ওই পোস্টারে সালমা ও বিউটির ছবিটি ছোট করে ছাপিয়ে বড় করে একজন অখ্যাত ব্যক্তির ছবি ছাপা হয়েছে।
সালমার অভিযোগমতে, পরে শিল্পী আসে নাই ধোয়া তুলে শিল্পীদের বদনাম করতে পারে টেলিভিশন চ্যানেলটি। শুধু ক্ষোভই নয় এই ঘটনায় বেশ রেগে গেছেন সালমা।
সালমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানান, তাকে এক ভক্ত জানান আপা আজ আপনার লাইভ আছে না? সালমা আসমান থেকে পড়েন। আজ শুক্রবার আড়াইটায় তার লাইভ প্রোগ্রাম টেলিভিশনে অথচ তিনি জানেন না!
যখন তিনি পোস্টার দেখেন তিনি অবাক হয়ে যান। কেননা আজ একটু পরেই বাংলা ভিশনে তার লাইভ প্রোগ্রাম উল্লেখ করে পোস্টার করা হয়েছে।
সালমা বলেন, দেশে শিল্পীদের নিয়ে অহরহ ব্যবসা করা হচ্ছে। পোস্টার লাগিয়ে শো এরেনজমেন্ট করে বলা হয় শিল্পী আসেনি। সব শিল্পীদের এই প্রবলেম ফেইস করতে হচ্ছে। কেন? এগুলোর সমাধান করবে কে?