বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’-এর মতো ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্প চালু করেছে ভারত সরকারও। বুধবার বিকেলে ওই প্রকল্পের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মোদির ওই ডিজিটাল প্রকল্পে রয়েছে- সব গ্রাম-পঞ্চায়েত ব্রডব্র্যান্ড ইন্টারনেটের আওতায় আনা, ই-গভর্ন্যান্স ব্যবস্থার উন্নয়ন এবং পূর্ণ জ্ঞানভিত্তিক অর্থব্যবস্থা গঠন করা।
রাজধানী নয়াদিল্লিতে ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, ‘কম জনবলে সর্বোচ্চ বা বেশি কাজের স্বপ্ন বাস্তবায়নে বিরাট ভূমিকা পালন করবে প্রযুক্তি।’
তিনি বলেন, ‘আমাদের বিরাটসংখ্যক জনগোষ্ঠী ইন্টারনেটে যুক্ত। কিন্তু যারা এর সঙ্গে যুক্ত নয়, তারা ডিজিটাল বিভক্তি বাড়াচ্ছে। নতুন এই প্রকল্পে গরিবরাও অন্তর্ভুক্ত থাকবে।’
ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে গত নির্বাচনী ইশতেহারে ভারতে গড়ো ‘মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনার আর্বিভাব করেন মোদি। অর্থনৈতিক উন্নয়নে মোদির ওই নীতি বেশ ফলপ্রসূ হয়েছে। গত এক বছরে মোদি সরকারের পদক্ষেপের কারণে দেশে বিনিয়োগ বেড়েছে, অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো। আরো বিদেশি বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টিও মোদি সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ‘ডিজিটাল ইন্ডিয়া কর্মপ্রকল্পে ৪ দশমিক ৫ লাখ কোটি রুপি বিনিয়োগ রয়েছে। এটা ১৮ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। মানুষের জীবনযাত্রার মান আরো গতিশীল করবে। ফলে বিদেশিরা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।’
বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতিই নয়, যথাযথ পন্থায় এর রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে মোদি বলেন, ‘বিশ্বে যেভাবে সাইবার যুদ্ধের ঘটনা ঘটছে, তাতে প্রযুক্তির ব্যবহার বেশ জটিল হয়েছে পড়েছে।’ এ সমস্যা কাটিয়ে উঠতে প্রযুক্তিবিদ, দক্ষ জনশক্তি, সর্বোপরি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রযুক্তিশিক্ষা ও গবেষণা উন্নয়নে আধুনিক ও উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
ওই অনুষ্ঠানে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলিসহ দেশ-বিদেশের খ্যাতিমান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ওই প্রকল্পে ১০ কোটি রুপি অর্থসহায়তার ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ।