মোবাইল প্ল্যাটফর্মের জনপ্রিয় ব্রাউজার অপেরা মিনি অ্যান্ড্রয়েডের জন্য সম্প্রতি নতুন কিছু ফিচার নিয়ে আপডেট উন্মুক্ত করেছে। এই আপডেটে ব্যবহারকারীরা যে কোনো পেজ সেভ করে রেখে পরে তা অফলাইনে ব্যবহার করতে পারবেন। এই আপডেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো- এক্সট্রিম ডেটা সেভিং মোড, স্বয়ংক্রিয় সোশ্যাল মিডিয়া স্ক্যান, এমপি৩, মুভি ডাউনলোডে সরাসরি ডাউনলোড লিংক। এই ফিচারে ডাউনলোড হবে এমন কনটেন্ট স্ক্রিনের উপরে ডান পাশে ড্রপ ডাউন মেন্যুতে দেখাবে।
এ ছাড়াও এই আপডেট একবার ফেইসবুক লগ ইন করলে তা পরবর্তীতে অ্যাপ ড্রয়ারে নোটিফিকেশন বার দেখাবে। এই বার থেকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট, সরাসরি মেসেজ ইত্যাদি আপডেট দেখাবে ব্যবহারকারীকে। বিল্ট ইন কৃত্রিম বুদ্ধিমত্তার নিউজ ফিড যুক্ত করা হয়েছে এই আপডেটের ফলে ব্যবহারকারীর পড়ার অভ্যাস অনুযায়ী প্রাসঙ্গিক কনটেন্ট সাজেস্ট করবে নিউজফিডে। ভারতসহ কিছু দেশে এই আপডেটে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।