অন্য নায়িকাদের তুলনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারে বেশ সরব ছিলেন অভিনেত্রী সাহারা। যেকোনো দরকারে পাওয়া যেত তাঁকে। কিন্তু হুট করেই সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছেন।
এক সপ্তাহ ধরে গায়েব তিনি। কিন্তু কেন? ‘অনেক দিন ধরেই দেখছি ইনবক্সে বাজে মেসেজ আসে। উত্তর না দিলে গালি দেয়। রাত-বিরেতে কলও আসে। অথচ তাদের কাউকে আমি চিনি না। হতে পারে তারা আমার ভক্ত। তাই বলে কি সামান্যতম বোধবুদ্ধিও থাকবে না! এত দিন সহ্য করেছি, আর নয়। কাউকে কোনো প্রত্যুত্তর না দিয়ে নিজেই সরে এসেছি এসব মাধ্যম থেকে। যদি রাগ কমে তাহলে ফিরতে পারি,’ বলেন অভিনেত্রী।