কদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে হলিউডের শীর্ষ তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তাদের সম্পর্ক ভাঙনের পর থেকেই চলছে নানা জল্পনা কল্পনা। জোলি কিংবা পিট এবার কি করবেন? তারা কি নতুন সম্পর্কে জড়াবেন? নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছেন? সন্তানদের প্রতিইবা তাদের দায়িত্ব কি হবে? এমন প্রশ্নের উত্তর জানতে মিডিয়াগুলোও মুখিয়ে রয়েছে এই দুই তারকার মন্তব্য জানার জন্য। তবে জোলি বেশিরভাগ সময়ই নিজেকে আড়ালে রাখছেন। মিডিয়ার সামনে খুব কম আসছেন। অন্যদিকে বিচ্ছেদের পর থেকে মিডিয়ার সঙ্গে নিয়মিতই কথা বলেছেন ব্র্যাড পিট। তারই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি জানালেন যে, জোলির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান তিনি। সব সময় তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সেটাই চাওয়া পিটের। এ বিষয় এ তারকা অভিনেতা বলেন, জোলিকে আমি অনুরোধ করবো যেন আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকে। এক ছাদের নিচে না থাকলেও সম্পর্ক যেন নষ্ট না হয়। কারণ তাহলে সেটা সন্তানদের ওপর প্রভাব পড়বে। আমাদের উচিত সন্তানদের প্রতি দায়িত্বটা সুন্দরভাবে পালন করার। তাদের জন্য অন্তত জোলির সঙ্গে আমি ভালো সম্পর্ক রাখতে চাই। জোলিও যেন তা করে- আমার সেটাই প্রত্যাশা।
সংবাদ শিরোনাম