ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ২৪৬ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে আজ সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতিকে স্পিকার সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকার শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বঙ্গভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্পিকার সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের উন্নয়নমূলক কার্যক্রম ছাড়াও আগামী ১ থেকে ৫ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সম্মেলনের আয়োজন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। স্পিকার রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, আসন্ন আইপিইউ সম্মেলনে ১১৩ দেশের এক হাজার ৩০০ সংসদীয় প্রতিনিধি যোগদান করবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন ৪৮ জন স্পিকার, ২৯ জন ডেপুটি স্পিকার ও ৬০০ জন সংসদ সদস্য সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সিপিএ চেয়ারপারসন বলেন, আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আইপিইউ সম্মেলনের আয়োজনের সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সম্মেলনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে আরও উজ্জ্বলতর হবে।’ রাষ্ট্রপতি সম্মেলনের সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতির সচিবগণ ও সিনিয়র কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে আজ সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতিকে স্পিকার সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকার শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বঙ্গভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্পিকার সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের উন্নয়নমূলক কার্যক্রম ছাড়াও আগামী ১ থেকে ৫ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সম্মেলনের আয়োজন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। স্পিকার রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, আসন্ন আইপিইউ সম্মেলনে ১১৩ দেশের এক হাজার ৩০০ সংসদীয় প্রতিনিধি যোগদান করবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন ৪৮ জন স্পিকার, ২৯ জন ডেপুটি স্পিকার ও ৬০০ জন সংসদ সদস্য সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সিপিএ চেয়ারপারসন বলেন, আগামী সেপ্টেম্বর মাসে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আইপিইউ সম্মেলনের আয়োজনের সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সম্মেলনের কারণে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে আরও উজ্জ্বলতর হবে।’ রাষ্ট্রপতি সম্মেলনের সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতির সচিবগণ ও সিনিয়র কর্মকর্তারা সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।