সচিবালয়ের ভেতরে একটি ময়লার স্তূপে আগুন লাগার পর পরই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে এর আশেপাশে থাকা গড়িগুলো। ফায়ার সার্ভিসের কর্মীরা কম সময়ের মধ্য আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে থাকা একটি ডাস্টবিনে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে ডাস্টবিন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুনও স্পষ্ট হয়। তখন আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। এর মিনিট পাঁচেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ শুরু করে। পরে সচিবালয়ের বাইরে থেকে আরো দুটি ইউনিট এসে যোগ দেয়। ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।
সংবাদ শিরোনাম
অল্পের জন্য রক্ষা পেল অনেক গাড়ি
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
- ৩৩১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ