বিএনপির রেজিস্ট্রেশন নিয়ে সুখস্বপ্ন ভুলে যান ওবায়দুল কাদের

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির রেজিস্ট্রেশন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সুখস্বপ্ন দেখছে তা কখনো সত্যি হবে না। এই সুখস্বপ্ন আপনি(কাদের)ভুলে যান।

শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘লিডারশিপ ওয়ার্কশপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, আপনি বলেছেন বিএনপি যদি নির্বাচনে না আসে তবে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। রেজিস্ট্রেশন কী? আপনারা যখন ’৭৯ সালে, ’৮৬ সালে নির্বাচনে গিয়েছিলেন, কোন রেজিস্ট্রেশনের ওপর নির্বাচনে গিয়েছিলেন? রেজিস্ট্রেশন হচ্ছে একটি রাজনৈতিক প্রথা। জনগণের ইচ্ছা-অনিচ্ছাই বড় রেজিস্ট্রেশন। বিএনপিকে রেজিস্ট্রেশনের ফিতায় বেঁধে আওয়ামী লীগ আজীবন রাজত্ব করবে এটা দু:স্বপ্ন।

তিনি বলেন, আজীবন ক্ষমতার রাজ সিংহাসনে শেখ হাসিনা রাজত্ব করবে। আপনি এ সুখস্বপ্ন ভুলে যান ওবায়দুল কাদের। এ দেশ ছোট হলেও সাড়ে ১৬ কোটি মানুষকে আপনি রেজিস্ট্রেশনের ফিতায় বাঁধবেন- সেই সুখ স্বপ্ন কোনোদিন আপনাদের পূরণ হবে না। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার হতেই হবে, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে। সেরকম নিরপেক্ষ সরকারের অধীনে নিশ্চয়ই বিএনপি নির্বাচনে যাবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর