এবার সত্ভাইকে হত্যা করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। মালয়েশিয়ায় তাকে বিষাক্ত ছুচ বিঁধিয়ে খুন করলেন কিমের পাঠানো দুই মহিলা এজেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
কুয়ালালামপুর বিমানবন্দরে খুন হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সত্ভাই কিম জং-নাম। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে বিষাক্ত ছুচ ফুটিয়ে হত্যা করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে
ট্যাক্সিতে উঠে চম্পট দেয় দুই মহিলা খুনি। অন্যদিকে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত ২০১৩ সালে কিমের নির্দেশে কার্যকর করা হয় তার কাকা জ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড। বিপদ আঁচ করে প্রাণ বাঁচাতে এরপরেই মালয়েশিয়ায় গা-ঢাকা দেন তার সৎ ভাই কিম জং-নাম। কিন্তু তারপর অবৈধ ভিসা নিয়ে জাপানে ঢুকতে গিয়ে দুই মহিলা ও একটি শিশুর সঙ্গে গ্রেপ্তার হন তিনি। তবে জেরাই তিনি জানান, ডিজনিল্যান্ড দেখতেই জাপান সফরে গিয়েছিলেন।
প্রসঙ্গত, কিম জং-নামের বাবা উত্তর কোরিয়ার প্রয়াত শাসক কিম জং-ইল এবং তার মা অভিনেত্রী সুং-হায়ে-রিম। উত্তর কোরিয়ার একদা জনপ্রিয় এই অভিনেত্রী জন্মসূত্রে দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন। মস্কোয় তিনি মারা যান। মনে করা হচ্ছে, সিংহাসনের কোনও দাবিদার না রাখতেই মহিলা এজেন্ট দিয়ে সত্ভাইকে হত্যা করেছেন উত্তর কোরিয়ার খ্যাপা প্রেসিডেন্ট কিম জং-উন।