যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের কলা গাছে গলায় দড়ি দিতে বললেন জিম্বাবুয়ের একসরকারি কর্মকর্তা। গত মঙ্গলবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মুখপাত্র জর্জ চারাম্বা এ কথা বলেছেন।
সম্প্রতি জিম্বাবুয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে থমাস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকেই রবার্ট মুগাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছেন।
এর পরিপ্রেক্ষিতে জর্জ চারাম্বা মঙ্গলবার বলেছেন, ‘ তিনি (থমাস) মনে করেন তিনি আমাদের কর্তা হতে পারবেন। তারা কলা গাছে গলায় দড়ি দিক।’
থমাসকে ‘ভয়ঙ্কর আমলের উচ্ছ্বিষ্ট খাবার’ বলেও আখ্যা দেন চারাম্বা । এ কথার মধ্য দিয়ে মূলত তিনি থমাসকে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত হিসেবে বোঝাতে চেয়েছেন। ওই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে জিম্বাবুয়ের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন ছিল অনেক বেশি।