এখন থেকে গুজরাটের সুন্দরনগর জেলার পুলিশ সদস্যরা কয়েক ইঞ্চি ভুঁড়ি কমাতে পারলে পুরস্কার স্বরূপ তাদেরকে ৫ শ’ রুপি করে দেওয়া হবে।
যারা ৬ মাসে ১২ কেজি ওজন কমাতে পারবেন তাদেরকে ৫শ’ রুপি দেওয়া হবে। যারা ৯ কেজি থেকে ১২ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন তারা পাবেন ৩শ’ রুপি। আর যারা নিজের ওজন ৬ থেকে ৯ কেজি পর্যন্ত কমাতে পরবেন তাদেরকে দেওয়া হবে ১ শ’ রুপি।
পুরস্কারের অর্থ যৎসামান্য হলেও এই অর্থ অনুপ্রেরনা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা দীপক মেঘানি। তিনিই এই ফিটনেস প্রোগ্রামের উদ্যোক্তা।
কর্মজীবনে ১ রুপি পুরস্কার পাওয়াও পুলিশ সদস্যদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পুরস্কার তাদেরকে ফিটনেস ধরে রাখতে সাহয্য করবে। মানসিক ও শারীরিকভাবেও সহায়তা করবে।
কিন্তু হঠাৎ করে পুলিশ বাহিনীকে ফ্যাট ফ্রি করার এই উদ্যোগ কেনো নেওয়া হলো তা ব্যাখ্যা করেছেন দীপক। তিনি বলেন, পুলিশের সদস্যরা স্থূলত্বের কারণে, ক্লান্তি, ডায়বেটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছেন।
অল্পবয়সী পুলিশ কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেন দীপক।