প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খানের আদালতে এ মামলা করেন।
মামলার বাদী নিজাম হাজারী এমপি গণমাধ্যম কর্মীদের জানান, ২৩ জানুয়ারি ইকবাল সোবাহান চৌধুরী সম্পাদিত ডেইলি অবজারভার পএিকায় তিনিসহ অপর তিন সংসদ সদস্যের বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে। এতে তার ১০ কোটি টাকার সম পরিমাণ সম্মান ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির ফারুক জানান, আদালত আবেদনটি গ্রহণ করেছেন। এ বিষয়ে বিকাল ৩টায় শুনানি শেষে বিচারক আদেশ দেবেন।