মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে বল্কহেডের সঙ্গে একটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির তলা ফেটে গেলেও চালকের বুদ্ধিমত্তার কারণে লঞ্চটি তীরে ভেড়াতে সক্ষম হওয়ায় লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে গজারিয়ার কালিপুরা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে বরগুনা থেকে ঢাকাগামী ‘আল্লাহর মসজিদ’ নামে ওই যাত্রীবাহী লঞ্চ মুন্সীগঞ্জের গজারিয়ার কালিপুরা গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বালুবাহী বাল্কহেডের পেছনের অংশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী লঞ্চটির সামনের অংশ ফেটে গিয়ে পানি উঠতে শুরু করলে উপর থাকা ৪০ থেকে ৫০ যাত্রী লাফিয়ে পড়ে। এতে তাৎক্ষণিক চালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যাত্রীবাহী লঞ্চটিকে মেঘনার তীরে ভেড়াতে সক্ষম হয়।
স্থানীয় গ্রামবাসী জানান, ঘটনার সময় লঞ্চযাত্রীদের চিৎকারের শব্দ শুনে গ্রামবাসী ও গজারিয়া থানা পুলিশ এগিয়ে গিয়ে যাত্রীদের উদ্ধার করার তৎপরতা শুরু করে। লঞ্চটিতে দুই থেকে আড়াই শতাধিক যাত্রী ছিল। বরগুনা থেকে ঢাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, লঞ্চডুবির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা। এ ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে অপর একটি লঞ্চের মাধ্যমে দুর্ঘটনা কবলিত যাত্রীদের নিজ গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।