নাটোরের বাগাতিপাড়ার যুবক রিপন (৩০) মাত্র ৩০ মিনিটে ১২৬টি কলা খেয়ে তাক লাগিয়েছেন উপস্থিত জনতাকে। শনিবার সকালে স্থানীয় বিহারকোল বাজারে অসংখ্য মানুষের সামনে তিনি এক নাগাড়ে ১২৬টি কলা খেয়ে ফেলেন। এভাবে কলা খাওয়ার খবর বাজারে ছড়িয়ে পড়লে ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় করে। রিপন বিহারকোল মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে।
যুবক রিপন জানান, সকালে তার প্রতিবেশী পাপ্পু (২০) নামের এক যুবকের সাথে জেদাজেদি করে কলা খাওয়া শুরু করেন। এক নাগাড়ে ১২৬টি কলা খেয়ে নেন তিনি। তবে এর আগেও কলা খেয়েছেন। কিন্তু এতো কলা এবারই প্রথম খেলেন।
এতো কলা খেয়েও সে অসুস্থ বোধ না করায় উপস্থিত সকলেই অবাক হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মশগুল হোসেন ও সুমন রায় বলেন, এক নাগাড়ে এতো কলা খাওয়ার দৃশ্য তারা প্রথম দেখলেন। তাদের চোখের সামনেই ১২৬টি কলা খেয়েও রিপন সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ায় তারা অবাক হয়েছেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, অস্বাভাবিক খাওয়া কখনই ঠিক না। এক নাগাড়ে এত অতিরিক্ত কলা খাওয়ার ফলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে রিপন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
সংবাদ শিরোনাম
আধা ঘন্টায় ১২৬ কলা খেলেন রিপন
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
- ৩২৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ