ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাইক্কাবিল হাইল হাওরে সর্বমোট পাখি ১০,৭১২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • ২৯৮ বার

মৌলভীবাজারের বাইক্কাবিল হাইল হাওরে চলতি শীত মৌসুমে সম্পন্ন হয়েছে। এবারে পাখি শুমারীতে সর্বমোট পাখির সংখ্যা ১০৭১২। বুধ-বৃহস্পতিবার দুইদিন ব্যাপী বাইক্কাবিল হাইল হাওরে পাখি গণনা শেষে এ তথ্য জানিয়েছে নেদারল্যান্ড ভিত্তিক ‘ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল’-এর ভলন্টিয়াল এবং বেসরকারী ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভভলিহুডস্ (ক্রেল)। সংস্থা দুটির উদ্যোগে ১১-১২ জানুয়ারী দুইদিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল হাইল হাওরে এ পাখি শুমারী অনুষ্ঠিত হয়। ক্রেল-এর সিনিয়র ন্যাচারাল রির্সোস অ্যাডভাইজার পল এম থম্পসন শ্রীমঙ্গলে পাখি গণনা করেন।
ক্রেল প্রকল্প-এর রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এশিয়ান ওয়াটার বার্ড সেনসাস’এর আওতায় ২০০৪-২০১৭ সালে বাইক্কাবিল হাইল হাওরে ১৯০ প্রজাতির দেখা গেছে। এরই অংশ হিসেবে পল থম্পসন ১১-১২ জানুয়ারী দুইদিন বাইক্কাবিল হাইল হাওরে পাখি গণনা ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন যা জাতীয় আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হবে। বাইক্কাবিল হাওরে ১৯০ প্রজাতির পাখি দেখতে পেয়েছেন-যার মোট সংখ্যা ১০৭১২ জলচর পাখি। আর এবছর ৪০ প্রজাতির পাখি বাইক্কাবিল আসছে। যা গত দুইবছরের চেয়ে তুলনায় বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য হল,ধলা বালি হাঁস ৪৩৯। গতবছরের চেয়ে এযাবৎ কালে দ্বিগুণ এর বেশি। গেওয়ালা বাটান ১৩৪২,পাতিপানমুরগী ৭৬৬ ,কুট ৬০৯,উদয়ী বাবু বাটান ৫। তিনি আরো বলেন, বড়তিত ও বাংলা শকুন এই প্রজাতির পাখি নতুন দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাইক্কাবিল হাইল হাওরে সর্বমোট পাখি ১০,৭১২

আপডেট টাইম : ১২:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭

মৌলভীবাজারের বাইক্কাবিল হাইল হাওরে চলতি শীত মৌসুমে সম্পন্ন হয়েছে। এবারে পাখি শুমারীতে সর্বমোট পাখির সংখ্যা ১০৭১২। বুধ-বৃহস্পতিবার দুইদিন ব্যাপী বাইক্কাবিল হাইল হাওরে পাখি গণনা শেষে এ তথ্য জানিয়েছে নেদারল্যান্ড ভিত্তিক ‘ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল’-এর ভলন্টিয়াল এবং বেসরকারী ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভভলিহুডস্ (ক্রেল)। সংস্থা দুটির উদ্যোগে ১১-১২ জানুয়ারী দুইদিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল হাইল হাওরে এ পাখি শুমারী অনুষ্ঠিত হয়। ক্রেল-এর সিনিয়র ন্যাচারাল রির্সোস অ্যাডভাইজার পল এম থম্পসন শ্রীমঙ্গলে পাখি গণনা করেন।
ক্রেল প্রকল্প-এর রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এশিয়ান ওয়াটার বার্ড সেনসাস’এর আওতায় ২০০৪-২০১৭ সালে বাইক্কাবিল হাইল হাওরে ১৯০ প্রজাতির দেখা গেছে। এরই অংশ হিসেবে পল থম্পসন ১১-১২ জানুয়ারী দুইদিন বাইক্কাবিল হাইল হাওরে পাখি গণনা ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন যা জাতীয় আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হবে। বাইক্কাবিল হাওরে ১৯০ প্রজাতির পাখি দেখতে পেয়েছেন-যার মোট সংখ্যা ১০৭১২ জলচর পাখি। আর এবছর ৪০ প্রজাতির পাখি বাইক্কাবিল আসছে। যা গত দুইবছরের চেয়ে তুলনায় বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য হল,ধলা বালি হাঁস ৪৩৯। গতবছরের চেয়ে এযাবৎ কালে দ্বিগুণ এর বেশি। গেওয়ালা বাটান ১৩৪২,পাতিপানমুরগী ৭৬৬ ,কুট ৬০৯,উদয়ী বাবু বাটান ৫। তিনি আরো বলেন, বড়তিত ও বাংলা শকুন এই প্রজাতির পাখি নতুন দেখা গেছে।