মার্কিন সেনাবাহিনীতে হিজাব-দাড়ি রাখার অনুমোদন

মার্কিন সেনাবাহিনী মুসলমান ও শিখ ক্যাপ্টেনদের হিজাব ও দাড়ি রাখার অনুমোদন দিয়েছে। নতুন এই নিয়মটি মার্কিন সেনাবাহিনীতে ঘোষণা করা হয় মঙ্গলবার। এ ঘোষণার ফলে মার্কিন সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত সেনা সদস্যরা হিজাব পড়া বা দাড়ি রাখার জন্য আবেদন করতে পারবেন।

মার্কিন সেনাবাহিনীর সচিব এরিক ফাননিং এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়ম পর্যালোচনা করা হয়েছে যাতে তারা তাদের ধর্মীয় নীতি বজায় রেখে দেশের সেবা করতে পারে। এর ফলে মার্কিন সেনাবাহিনীও সেনা সদস্য নিয়োগে বৃহৎ পরিসরে বাছাই প্রক্রিয়া চালাতো পারবে। মুসলিম নারীরা হিজাব পরে মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালনে সক্ষম হলে আমাদের অনুমতি দিতে আপত্তি নেই। একইভাবে শিখদের পাগড়ি-দাড়ি এবং মুসলমানদের দাড়ি রাখার বিষয়টিও অনুমোদিত হচ্ছে।

তবে সাধারণ সৈন্যদের জন্য এখনই এই নিয়ম প্রযোজ্য নয়। শুধুমাত্র ক্যাপ্টেন পদে কর্মরত নারী-পুরুষেরা এই আবেদন করতে পারবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর