সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের প্রবীন অভিনেতা ওম পুরী। শুক্রবার (৬ জানুয়ারি) নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওম পুরী চলে যাওয়ার পর তাঁকে ঘিরে স্মৃতিচারণা করছেন তাঁর সতীর্থরা। সম্প্রতি স্মৃতিচারণায় একটি ঘটনার কথা উঠে এসেছে।
ওম পুরী আর নাসিরুদ্দিন শাহ দুজন ঘনিষ্ঠ বন্ধু। ছুরির আঘাত থেকে নাসিরুদ্দিন শাহ’র জীবন বাঁচিয়েছিলেন ওম পুরী। সেই ঘটনার কথা নাসিরুদ্দিন শাহ-র আত্মজীবনী বই ‘And Then One Day: A Memoir’-এ উল্লেখ রয়েছে।
বইতে নাসিরুদ্দিন শাহ লিখেছেন, বহু বছর আগে একদিন একটি রেস্তোরাঁয় তাঁর বন্ধু জসপাল তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছিল। সেই সময়ে ডিনার টেবিলে উপস্থিত ছিলেন ওম পুরীও। তিনি সঙ্গে সঙ্গে টেবিলে আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়েন। এবং নাসিরুদ্দিন শাহকে আর একবার ছুরির আঘাতের হাত থেকে রক্ষা করেন। সঙ্গে সঙ্গে শাহ-কে পুলিশ ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান ওম পুরী।
ওম পুরী আর নাসিরুদ্দিন শাহ শুধুমাত্র সহ-অভিনেতাই ছিলেন না। তাঁরা সহপাঠীও ছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে একসঙ্গে পড়েছিলেন।