ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জামিনে কারামুক্ত মেয়র মান্নান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • ২৩৭ বার

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে কারা কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেন।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক এম এ মান্নানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পোঁছলে তা যাচাই-বাছাই শেষে আজ(শুক্রবার) দুপুর ১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

মেয়র মান্নানের আইনজীবী মো. সিদ্দিকুর রহমান জানান, অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৭টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন।

এ দিকে গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির খবর পেয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কারা চত্তরে ভীড় জমায়।

উল্লেখ্য, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গীর শিলমন এলাকার মো. রমিজ উদ্দিন গত বছরের ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় অধ্যাপক এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে গত ১৪ ডিসেম্বর এই মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

গ্রেফতারের পর গত বছরের ১৫ এপ্রিল থেকে অধ্যাপক এম এ মান্নান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। মোট ২৮টি মামলার সবকটিতে জামিন পেয়ে তিনি আজ কারা মুক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জামিনে কারামুক্ত মেয়র মান্নান

আপডেট টাইম : ১১:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে কারা কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেন।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক এম এ মান্নানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পোঁছলে তা যাচাই-বাছাই শেষে আজ(শুক্রবার) দুপুর ১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

মেয়র মান্নানের আইনজীবী মো. সিদ্দিকুর রহমান জানান, অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৭টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন।

এ দিকে গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির খবর পেয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কারা চত্তরে ভীড় জমায়।

উল্লেখ্য, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গীর শিলমন এলাকার মো. রমিজ উদ্দিন গত বছরের ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় অধ্যাপক এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে গত ১৪ ডিসেম্বর এই মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

গ্রেফতারের পর গত বছরের ১৫ এপ্রিল থেকে অধ্যাপক এম এ মান্নান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। মোট ২৮টি মামলার সবকটিতে জামিন পেয়ে তিনি আজ কারা মুক্ত হন।