ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিম, মেক্সিকান ও নারীকে সমস্যা আখ্যায়িত করে বিজয়ী হয়েছেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৩৩৫ বার

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন বৃটেনে বিরোধী লেবার দলনেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, মুসলিম, মেক্সিকান ও নারীদের সমাজের সমস্যা হিসেবে আখ্যায়িত করে নির্বাচনে বিজয়ী হয়েছেন ট্রাম্প। অর্থনৈতিক সমস্যার জন্য এ ফ্যাক্টরগুলোকে চিহ্নিত করেছেন তিনি। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাতকারে জেরেমি করবিন এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বৃটিশ প্রধানমন্ত্রী যদি আগাম নির্বাচন দেন তাহলে তার দল লেবার পার্টি সে জন্য প্রস্তুত। করবিন বলেছেন, বিশেষ কোনো অর্থনৈতিক প্রস্তাব দেন নি ট্রাম্প। তিনি শুধু যুক্তরাষ্ট্রের সীমাহীন সমস্যার জন্য দায়ী করেছেন সংখ্যালঘুদের। প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের উচিত হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে যাচাই বা পরখ করা। তার উচিত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মেক্সিকার অভিবাসীরা যে বিশাল অবদান রাখছেন তা অনুধাবন করা। করবিন বলেন, ট্রাম্প ব্যবসা ও অন্যান্য ইস্যু নিয়ে ভবিষ্যতে কি করবেন সে পরিকল্পনা এখনও অত্যন্ত অস্পষ্ট। আমরা চাই সুষ্ঠু বাণিজ্যিক ব্যবস্থা। একই রকম পরিবেশগত, টেকসই ও মানবিক অধিকার। কিন্তু ট্রাম্প এ পর্যন্ত যা বলেছেন, তাতে এসব এজেন্ডা তার কথার মধ্যে অগ্রাধিকার পাওয়ার কোনো লক্ষণ নেই। এ ছাড়া ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেসব বিবৃতি দিয়েছেন তার অনেকগুলোই অত্যন্ত বিতর্কিত। জেরেমি করবিনের দল লেবার পার্টি থেকে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমিলে থর্নবেরি। তিনি বলেছেন, করবিন ও ট্রাম্পের মধ্যে মূল্যবোধের অনেক পার্থক্য আছে। আবার অনেক ক্ষেত্রে মিলও আছে। কিন্তু দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাতকারে করবিন যা বলেছেন, তা মতাদর্শের ভিন্নতাই ফুটিয়ে তোলে। দু’জনের মধ্যে মিল খুঁজে পাওয়াই কঠিন। তবে তাদের পার্থক্য খুঁজে পাওয়া সহজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুসলিম, মেক্সিকান ও নারীকে সমস্যা আখ্যায়িত করে বিজয়ী হয়েছেন ট্রাম্প

আপডেট টাইম : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন বৃটেনে বিরোধী লেবার দলনেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, মুসলিম, মেক্সিকান ও নারীদের সমাজের সমস্যা হিসেবে আখ্যায়িত করে নির্বাচনে বিজয়ী হয়েছেন ট্রাম্প। অর্থনৈতিক সমস্যার জন্য এ ফ্যাক্টরগুলোকে চিহ্নিত করেছেন তিনি। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাতকারে জেরেমি করবিন এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বৃটিশ প্রধানমন্ত্রী যদি আগাম নির্বাচন দেন তাহলে তার দল লেবার পার্টি সে জন্য প্রস্তুত। করবিন বলেছেন, বিশেষ কোনো অর্থনৈতিক প্রস্তাব দেন নি ট্রাম্প। তিনি শুধু যুক্তরাষ্ট্রের সীমাহীন সমস্যার জন্য দায়ী করেছেন সংখ্যালঘুদের। প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের উচিত হবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে যাচাই বা পরখ করা। তার উচিত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মেক্সিকার অভিবাসীরা যে বিশাল অবদান রাখছেন তা অনুধাবন করা। করবিন বলেন, ট্রাম্প ব্যবসা ও অন্যান্য ইস্যু নিয়ে ভবিষ্যতে কি করবেন সে পরিকল্পনা এখনও অত্যন্ত অস্পষ্ট। আমরা চাই সুষ্ঠু বাণিজ্যিক ব্যবস্থা। একই রকম পরিবেশগত, টেকসই ও মানবিক অধিকার। কিন্তু ট্রাম্প এ পর্যন্ত যা বলেছেন, তাতে এসব এজেন্ডা তার কথার মধ্যে অগ্রাধিকার পাওয়ার কোনো লক্ষণ নেই। এ ছাড়া ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেসব বিবৃতি দিয়েছেন তার অনেকগুলোই অত্যন্ত বিতর্কিত। জেরেমি করবিনের দল লেবার পার্টি থেকে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমিলে থর্নবেরি। তিনি বলেছেন, করবিন ও ট্রাম্পের মধ্যে মূল্যবোধের অনেক পার্থক্য আছে। আবার অনেক ক্ষেত্রে মিলও আছে। কিন্তু দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাতকারে করবিন যা বলেছেন, তা মতাদর্শের ভিন্নতাই ফুটিয়ে তোলে। দু’জনের মধ্যে মিল খুঁজে পাওয়াই কঠিন। তবে তাদের পার্থক্য খুঁজে পাওয়া সহজ।