জাহাঙ্গীর বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
সেলাইয়ের সুচের গতিতে
প্রতি ফোঁড়নে রক্তের বিষ বিসর্জন;
মনের চাতালে চলে স্টিম রোলার
একমুখী ভালোবাসার নিদারুন অর্জন।
কিছুকথা, কিছু ব্যাথা, আজীবন অব্যক্ত রয়ে যায়;
ঠোঁটের কোণে হাসিরেখা টেনে
বোবা
কান্না, চোখের জলে টলমল কষ্ট,
অব্যাক্ত কষ্ট, নীরবে কাঁদায়।
নিজ জীবনের কবিতা, গল্পের কিছু কথা
অলিখিত, অব্যক্ত থেকে যায়
কাগজের খাতায়, বইয়ের পাতায়
লেখা হয় শুধু অদৃশ্য কোরা কাগজে।
প্রতিটি নিঃশ্বাসে গল্প,কবিতা দীর্ঘ হয়।
কষ্ট গুলি প্রতিনিয়ত হৃষ্ট – পুষ্ট হয়।
কিছু কথা আঁধারে রয়ে যায়
যা শুধু একান্ত আপন।
সময়ের কাঁটার টিক টিক ,
এগিয়ে যায় ক্যালেন্ডারের পাতায়,
হিসেবের খাতায় বিয়োগান্তক শূন্যের সমাহার
হৃদয়ে কষ্টের পাহাড়।