দুর্যোগে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে

দুর্যোগ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের নিরাপত্তা, অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তারা দুর্যোগে আরো ঝুঁকিতে থাকেন। তাই তাদের নিরাপদ আশ্রয়দান ও পুনর্বাসনকে অগ্রাধিকার দিতে হবে।
বুধবার সচিবালয়ে প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভায় এসব কথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, ত্রাণসচিব মো. শাহ্ কামাল, স্থানীয় সরকারসচিবসহ কমিটির সদস্যরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর