৪৮ ঘণ্টায় ক্যানসার নিরাময়

প্রযুক্তির ‍উৎকর্ষতায় চিকিৎসা বিজ্ঞানের সাফল্যও অনেক। এবার ক্যানসারের জীবাণু ধ্বংস করতে সময় লাগবে মাত্র ৪৮ ঘণ্টা। এমনটা দাবি করেছে চিকিৎসা বিজ্ঞানীর। তারা বলছেন, তাদের নতুন এই আবিষ্কারে ক্যানসার রোগ সারাতে আরও একধাপ এগিয়ে যেতে পারবে চিকিৎসা বিজ্ঞান।

ড্যানডেলিওন রুট’ নামের একটি বুনোফুল গাছ নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এমন প্রমাণ পেয়েছেন।

সূত্রে জানা গেছে, ড্যানডেলিওন রুট (dandelion root) স্বাভাবিকভাবে ক্যানসারের খারাপ কোষগুলো ধ্বংস করে দ্রুত সুস্থ করতে সাহায্য করে। আশানুরূপ ফল পেয়ে বিজ্ঞানীরা এটি ক্যানসার রোগীদের উপর ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিজ্ঞানীদের তরফ থেকে জানানো হয় ড্যানডেলিওন রুট চায়ের মাধ্যমে অ্যাপোপটোসিস (Apoptosis) ঘটে যা ক্যানসারের কোষ নিয়ন্ত্রণ করে। এর ফলে সেলটির নিজের ক্ষতি হয় কিন্তু মানুষের শরীর সার্বিকভাবে উপকৃত হয়। বিজ্ঞানীরা বলছেন, ‘ড্যানডেলিওন রুট’ দিয়ে তৈরি করা ওষুধ প্রয়োগে ৪৮ ঘণ্টায় ক্যনসারের কোষ অনেকটাই ধ্বংস করা সম্ভব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর