বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলার বিচারকার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। একই সঙ্গে এ মামলার অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগির হোসেন লিয়ন শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
২০১৪ সালের ৬ মার্চ মির্জা আব্বাসের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক। ওই মামলায় মিরপুরের সাংবাদিকদের নামে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়ার অভিযোগ আনা হয়। গত ২০ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে ঢাকার বিশেষ জজ আদালত-৪। এ অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এই বিএনপির নেতা। শুনানি শেষে আজ হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।