ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাসিক নির্বাচন নিয়ে আ.লীগ-জাসদ দ্বন্দ্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ২৮৭ বার

চলতি মাসের ২২ তারিখ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে এ নির্বাচনে বিএনপি জোটগতভাবে অংশ নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। ২০ দলীয় বিএনপি-জামায়াত জোটের শরিক কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও এলডিপির কামাল প্রধান প্রার্থিতা জমা দিলেও তারা তা প্রত্যাহার করে নেবেন জানিয়েছে জোটের একটি সূত্র।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদ এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অটল। এই অবস্থায় দলটিকে প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন দল। তবে কথা দেয়নি জাসদ। এ নিয়ে আওয়ামী লীগ ও জাসদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে এ অনুরোধ করেন বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

নাম প্রকাশ না করার অনুরোধ করে এক নেতা বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেন কাদের ভাই। এছাড়াও আমাদের যদি কোন প্রার্থী থাকে তা প্রত্যাহারের অনুরোধ করেন। এ সময় তিনি জাসদের প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের কথা বলেন।

তবে ওবায়দুল কাদেরের অনুরোধের পরও জাসদ নেত্রী শিরিন আক্তার কোনো কথা দেননি। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে জোটের মধ্যে এর আগে কোনো আলাপ আলোচনা হয়নি। এখন হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে সিদ্ধান্ত জানানো কঠিন। তিনি জানান, রবিবার ১৪ দলের বৈঠকে আলোচনার পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

জানতে চাইলে শিরিন আখতার বলেন, তিনি (ওবায়দুল কাদের) আমাদেরকে প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। তবে নির্বাচন অংশ নেয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। আগামী সোমবার প্রতীক বরাদ্দ হলে তিনি প্রচারে নামবেন।

১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নাসিক নির্বাচন নিয়ে আ.লীগ-জাসদ দ্বন্দ্ব

আপডেট টাইম : ১২:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬

চলতি মাসের ২২ তারিখ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে এ নির্বাচনে বিএনপি জোটগতভাবে অংশ নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। ২০ দলীয় বিএনপি-জামায়াত জোটের শরিক কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ও এলডিপির কামাল প্রধান প্রার্থিতা জমা দিলেও তারা তা প্রত্যাহার করে নেবেন জানিয়েছে জোটের একটি সূত্র।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদ এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অটল। এই অবস্থায় দলটিকে প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিতে অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন দল। তবে কথা দেয়নি জাসদ। এ নিয়ে আওয়ামী লীগ ও জাসদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে এ অনুরোধ করেন বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

নাম প্রকাশ না করার অনুরোধ করে এক নেতা বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে আমাদের অনুরোধ করেন কাদের ভাই। এছাড়াও আমাদের যদি কোন প্রার্থী থাকে তা প্রত্যাহারের অনুরোধ করেন। এ সময় তিনি জাসদের প্রার্থীকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহারের কথা বলেন।

তবে ওবায়দুল কাদেরের অনুরোধের পরও জাসদ নেত্রী শিরিন আক্তার কোনো কথা দেননি। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে জোটের মধ্যে এর আগে কোনো আলাপ আলোচনা হয়নি। এখন হঠাৎ করে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করলে সিদ্ধান্ত জানানো কঠিন। তিনি জানান, রবিবার ১৪ দলের বৈঠকে আলোচনার পর দলীয় ফোরামে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

জানতে চাইলে শিরিন আখতার বলেন, তিনি (ওবায়দুল কাদের) আমাদেরকে প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। তবে নির্বাচন অংশ নেয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। আগামী সোমবার প্রতীক বরাদ্দ হলে তিনি প্রচারে নামবেন।

১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।