যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘অসাধারণ ব্যক্তি’ বলেছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। একইসঙ্গে তিনি ‘চমৎকার’ এ দেশটিকে সহায়তা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন। খবর বাসসের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে তাকে ফোন করলে তিনি এ কথা বলেন।
বুধবার সামাজিক যোগাযোগ গণমাধ্যমে এ খবর ব্যাপকভাবে প্রচারিত হয়। ট্রাম্পের এমন কথায় অনেক বিস্ময় সৃষ্টি হয়েছে। কারণ নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প মুসলিম বিরোধী বক্তৃতা দেন এবং বলেছিলেন, পাকিস্তান ‘আমাদের বন্ধু নয়।’
নওয়াজ শরিফকে ট্রাম্প বলেছেন, ‘আপনার অনেক সুনাম আছে। আপনি একজন অসাধারণ মানুষ। আপনি অনেক মজার কাজ করছেন যা প্রতিক্ষেত্রে দৃশ্যমান। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার মতো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে, আমার মনে হচ্ছে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি যাকে আমি অনেক দিন ধরে চিনি।’
ট্রাম্প আরো বলেন, আপনার দেশের অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পাকিস্তানিরা অন্যতম বুদ্ধিমান মানুষ।
টেলিফোনে আলাপকালে তিনি সহিংস বিদ্রোহসহ দেশটির অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার প্রস্তাব দেন।
ট্রাম্প বলেন, আপনার যেকোনো সমস্যা মোকাবেলায় যে সাহায্য চাইবেন আমি তা দিতে প্রস্তুত ও আগ্রহী। এটা আমার জন্য সম্মানের বিষয় এবং আমি ব্যক্তিগতভাবে এটা করবো।